Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা
এলজিইডির সেবা সমূহ


১।     গ্রামিণ ‍অবকাঠামো রক্ষণাবেক্ষণ, ২। (ক) বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan),  (খ) বিজ্ঞাপন বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ৷(গ) প্রাক-দরপত্র সভা আহবান  (ঘ) যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষণ ও হালনাগাদকরণ (ঙ) দরপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ও নিষ্পত্তিকরণ ৩। মাননিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেষ্ট সেবা। ৪। এলজিইডি’র সড়ক কাটার অনুমতিপত্র। ৫। র্নিমাণ কাজের যন্ত্রপাতি ও যাবাহন ভাড়া প্রদান। ৬। জিআইএস ম্যাপ সরবরাহ। ৭। অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন। ৮। পৌরসভা ও সিটি কর্পোরেশনকে কারিগরী সহায়তা সহ প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং অবকাঠমো উন্নয়নে সহায়তা প্রদান। ৯। নগর পরিচালনা উন্নতিকরণ কর্ম পরিকল্পনা (Urban Government Improvement Action Plan) ১০।  নগর অবকাঠামো উন্নয়ন। ১১। উপজেলা ও জেলা শহরের মাষ্টার প্ল্যান প্রণয়ন।  ১২। স্থানীয় অংশদারিত্বের মাধ্যমে নগর দারিদ্র হ্রাসকরণ। ১৩। কৃষি কাজে ভূ-উপরিস্থ ক্ষুদ্রাকার পানি সম্পদ ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান।  ১৪। উপ-প্রকল্পের স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) গঠন ও আর্থ- সামাজিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান। ১৫। অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং জীবিকা উন্নয়নে ঋণ সহায়তা প্রদান। ১৬। তথ্য অধিকার আইনের আলোকে এলজিইডির কর্মকান্ড সম্পর্কে তথ্য প্রদান।